সুনামগঞ্জে মাদক চোরাকারবারী আটক

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার উপজেলার লাউড়েরগড় সীমান্তের ৫’শ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে আলী নুর নামের ওই চোরাকরবারীকে বিজিবি আটক করে।’

Manual7 Ad Code

আটক আলী নুর উপজেলার বাদাঘাট উরর ইউনিয়নের লাউড়েগড় গ্রামের শফিক মিয়ার ছেলে।’

Manual7 Ad Code

২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ হেডকোয়ার্টার সুত্র শুক্রবার জানায়, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহদল দল সীমান্তের মেইন পিলার ১২০৩ এর ফোর এস’র ৫’শ গজ অভ্যন্তর এলাকায় শুক্রবার সকালে টহলকালে ওপার থেকে নিয়ে আসা ৮ বোতল অফিসার্স চয়েজ ও ১ বোতল বিয়ার সহ আলী নুরকে আটক করে।

Manual5 Ad Code

আটককৃত মাদক দ্রব্য সহ আলী নুরকে শুক্রবার সন্ধায় তাহিরপুর থানায় সোপর্দ করার পর বিজিবির পক্ষ্য থেকে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..