কাজীরবাজার ব্রিজে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

Manual1 Ad Code

নিজেস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কাজীরবাজার ব্রিজ এলাকায় ছিনতাইর ভাগ বাটোয়ারা নিয়ে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের মা আফতেরা বিবি সিলেট এসএমপি কোতোয়ালী থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধারনা করা হচ্ছে ছিনতাইর ভাগ বাটোয়ারা নিয়ে এ হত্যা কান্ডটি ঘটেছে।

Manual2 Ad Code

নগরীর কাজীরবাজার ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত যুবক মোহাম্মদ আলী (৩০)। তিনি দক্ষিণ সুরমার সিলাম এলাকার আব্দুন নুরের ছেলে। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ছিনতাইর ভাগ বাটোয়ারা নিয়ে ছুরিকাঘাত করে মোহাম্মদ আলী  পালিয়ে যায়। এসময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..