সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্ঠায় অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে শিক্ষার আমুল পরিবর্তন এসেছে। আমাদের দেশের শিক্ষা অন্যান্য দেশের জন্য আজ উদাহরণ স্বরূপ। বিভিন্ন দেশ আমাদেরকে রোল মডেল হিসাবে দেখছে। আমাদের নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির জ্ঞান লাভে বিদ্যালয় গুলোতে ইল্ট্রেনিক, মাল্ট্রিমিডিয়া ও ল্যাবরেটরি রুমের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে তারা যাতে পৃথিবীর যে কোন দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে। শিক্ষার মানোউন্নয়ন প্রসারিত করতে গোলাপগঞ্জে জরাঝীর্ণ ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমীক ভবন নির্মাণ করে দেয়া হয়েছে। ২০০৯ সালে আমাদের সরকার দেশে বিনামূল্যে পাঠ্য বই বিতরণের উদ্যোগ গ্রহণ করে। সবার আন্তরিক প্রচেষ্টা আমরা তাতে সফল হয়েছি, যা এরপূর্বে কোন সরকার তা কল্পনাও করেনি। এ বছর শিক্ষার্থীদের মধ্যে ৩৬ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার বই বিনামূল্যে বিতরণ করা হয়। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নয়ন। তাই আমাদের এই আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছি। এছাড়া শিক্ষামন্ত্রী আরো বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কোন গ্রাম নেই যেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি। আমাদের লক্ষ্য হচ্ছে দু’টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ণ সম্পন্ন করে মানুষের দূর্ভোগ লাগব করা। এ উপজেলার প্রতিটি গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, পাকাকরণ করা হচ্ছে। তাতে আমাদের জনজীবন সুখ-শান্তিময় হয়ে উঠবে। এ সময় শিক্ষামন্ত্রী- উপস্থিত সবাইকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে গভর্নিং কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে, প্রভাষক জাকির হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মো. জামাল উদ্দিন। সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রানাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহি উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ।
এছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুর ১২টায় পৌরসভায় উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, ধারাবহর আমুড়া ইউনিয়ন অফিস রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন, বাদেপাশা ইউনিয়নে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ, দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদানকরেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd