চিকিৎসার অভাবে সুনামগঞ্জে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে চিকিৎসার অভাবে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মো. কামরান হোসেন (৬) নামের এক স্কুল শিক্ষার্থী সোমবার মৃত্যু বরণ করেছে।’ নিহত কামরার উপজেলার বালিজুড়ী লম্বাহাটি গ্রামের হত দরিদ্র উজ্জল মিয়ার ছেলে ও বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।’

Manual2 Ad Code

নিহত কামরানের পিতা উজ্জল মিয়া সোমবার রাতে জানান, বেশ কিছুদিন ধরে কামরান জ্বরে ভোগার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেè নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতাল থেকে ব্যবস্থপত্র দিলেও অর্থের অভাবে ঔষধপত্র কিনতে পারিনি।

Manual8 Ad Code

উপজেলার বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এনামুল হক জানান, কামরান কয়েকদিন যাবত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার নানা বাড়ি উপজেলার গোলকপুর গ্রামে চিকিৎসার অভাবে ভোগছিল।’

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মীর্জা রিয়াদ হাসানের নিকট ওই স্কুল ছাত্রের নিউমোনিয়া আক্রান্ত হওয়া বিষয়ে বক্তব্য জানতে সোমবার রাতে উনার মুঠোফোনে বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..