তাজ উদ্দিন’র হত্যাকারী সুমনের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮

Manual4 Ad Code
স্টাফ রিপোট :: “তাজ উদ্দীনের হত্যাকারী সুমনের সহযোগীদের গ্রেপ্তার না করায় পুলিশের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী’ গত ১৪ মার্চ লামাকাজী এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হাতে খুন হওয়া তাজ উদ্দীনের খুনি সুমনের সহযোগীদের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর ও গ্রেপ্তার করতে না পারায় পুলিশের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।আজ ২১ এপ্রিল সকাল ৯ ঘটিকায় ফতেহপুর কামিল মাদরাসার মাঠে ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ,কে,এম,আব্দুল্লার সভাপতিত্বে এবং তরুন সমাজসেবী নাজির উদ্দীনের পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষ অসন্তোষ প্রকাশ করেন।বক্তারা অভিযোগ করে বলেন,সুমনকে গ্রেপ্তার করার ১৫ দিন অতিবাহিত হলে ও সুমনের সহযোগী আরকোন খুনি ও সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।অথচ প্রধান প্রধান সন্দেহভাজন ব্যক্তিবর্গ প্রকাশ্যে ঘুরাফেরা করছে।তাদেরকে জিগগাসাবাদ করার জন্য ও পুলিশ অাটক করার চেষ্টা করছে না।এতে করে মামলায় ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে অামরা সন্দিহান।সভায় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন- পাঞ্চায়েতের প্রধান মুরব্বি মনু মিয়া,মুরব্বি আব্দুস শহিদ,মৌলভী মকবুল হোসেন,সাবেক মেম্বার উকিল আলী,ডাঃ আতিকুল হক দুদু,টুকেরবাজার হাই স্কুলের শিক্ষক মাওলানা জাকারিয়া,ওয়ার্ড অাওয়ামীলীগের সেক্রেটারি কামাল উদ্দিন,নুর বক্স,সাইদুর রহমান,আব্দুস সাত্তার,এরাব আলী আজিজুর রহমান,শুকুরউল্লাহ,গৌছউদ্দিন,আব্দুল কবির,গোলাম কিবরিয়া,জাবেদ আহমদ,উলামালীগ নেতা কাজী মাওলা সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ। উল্লেখ্য-এলাকাবাসীর ধারাবাহিক আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে আগামী কাল ২২ এপ্রিল লামাকাজী বাস পয়েন্টে নির্ধারিত প্রতিবাদ সভা পরবর্তী যে কোন দিন সিলেট সদর ও বিশ্বনাথ থানার জনপ্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্টিত হবে। উল্লেখ্য, সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র তাজ উদ্দিন (৩০) বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর মৎস্য আড়তের একজন ক্ষুদ্র পানের দোকানদার ছিলেন। প্রতিদিনের মতো গত ১৩ মার্চ দুপুরে মৎস্য আড়ৎ বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। পরদিন ১৪ মার্চ সকাল ১১টায় বিশ্বনাথের কেশবপুর গ্রামের সুরমা নদীর পশ্চিম তীরে আতাপুর ডর নামক স্থান থেকে তাজ উদ্দিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ১৬ মার্চ অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..