সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮
সিলেটে :: ঝড়ের দিনে আম কুড়িয়ে ফেরার পথে বাচ্চারা একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। সেই টিনের বাক্সে ছিল গয়না। প্রথমে ভেবেছিল নিজেরা বাক্সেও গয়না বা টাকা থেকে সন্দেশ খাবে। কিন্তু না। পরক্ষণেই শিশুদের বিবেক জাগলো। তারা কুড়িয়ে পাওয়া গয়নার বাক্সটির প্রকৃত মালিকের সন্ধ্যান করলো। এমন বিবেক নাড়া দেওয়া দৃশ্যটি ছিল চারুবাকের শিশুদের অংশগ্রহণে ‘ সম্প্রীতির বাংলা’ নাটিকায়।
গতকাল বিকেল ৫ টায় সিলেটের রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে বর্ষবরণ ও শিশু আনন্দমেলা উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির আমন্ত্রণে চারুবাক নাটিকাটি মঞ্চস্থ করে। নাটিকাটি রচনা ও নির্দেশনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্য্য। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd