গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৬ প্রকল্পে দূর্নীতির অভিযোগ

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৬ প্রকল্পে দূর্নীতির অভিযোগ

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত এলজিএসপি, আত্ম-কর্মসংস্থান, টিআর, কাবিটা, কাবিখা, সোলারসহ বিভিন্ন প্রকল্পের টাকা কাজ না করে আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম, দূর্নীতি করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে।

Manual6 Ad Code

দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদ সদস্য ইমরান আহমদ বরাবরে এসব প্রকল্পের নানা তথ্য উপাত্তসহ স্থানীয় ১৭৩ ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন।

Manual6 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়েনের প্রায় ২৬ প্রকল্পের নানা অনিয়ম করেছেন তিনি। এসব প্রকল্পে বেশীর ভাগই কাজ না করে- কিছু প্রকল্পের সামান্য কাজ করেও সম্পূর্ণ কাজের টাকা আত্মসাৎ এর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

Manual7 Ad Code

২০১৭-১৮ অর্থবছরের অভিযোগকৃত প্রকল্পগুলো হচ্ছে- বগলকান্দির স্কুল হইতে সীমান্ত রাস্তা পর্যন্ত মেরামত, রাজনগর স্কুলের নিকট কালভার্ট ও আহমদ আলীর বাড়ির নিকট গার্ড ওয়াল নির্মাণ, রাজনগর সুইচ গেইটের মুখ হতে তেরা মিয়ার বাড়ি পর্যন্ত ও সোনারহাট পিরিজপুর রাস্তার উভয় সাইটের মাটি ভরাট ও প্রেসক্লাবের সাইট ভরাট, বুগইলকান্দি পশ্চিম পার জিয়ার বাড়ি হইতে কুনার বাড়ি জামে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ, সরকারি-দাখিল মাদরাসা হতে বাবুর কোনা পর্যন্ত রাস্তা পূণ:নির্মাণ, পন্নগ্রাম পলাশের খেয়াঘাট হইতে খেবলের ঢরের মুখ পর্যন্ত তারুখাল ফয়জুল হক সরকার-এর বাড়ী হইতে মঈন উদ্দীনের বাড়ীর রাইসমিল রাস্তা পূণ:নির্মাণ, হাইডর স্কুল হতে দ্বারিখেল নদী পর্যন্ত ও লাবু মাওলানা আব্দুল ছালামের মসজিদের মাঠ ভরাট ও দ্বারিখেল হাওর হতে মাজের রাস্তা সিদ্দেক আলীর বাড়ীর রাস্তা পূণ:নির্মাণ, পরগনা কলেজের মাঠ ভরাট ও ছাতারগ্রাম বেলুখাই রাস্তা পূর্ণনিমার্ণ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অপিসের মাঠ ভরাট ও আমবাড়ী হাওর উত্তরপার রাস্তা নির্মাণ, আলীরগ্রাম পাগলের বাড়ীর সামনে রাস্তা হতে মসজিদ পর্যন্ত এবং তিতারাই গ্রামের রাস্তার উন্নয়ন, সোনার হাট মেইন রাস্তায় ফরিদের বাড়ির সামনের কালভার্ট মেরামত ও কাসিমের বাড়ির সামনা হইতে ইসমাইলের বাড়ি পর্যন্ত ইট সলিং, দমদমা বিলের খারায় কালভার্ট নির্মাণ, কালিজুড়ি প্রাথমিক বিদ্যালয় হতে অলিরকাল পর্যন্ত ও কালিজুড়ি মাদ্রাসার মাঠ ভরাট, রাধানগর হাজীপুর রাস্তায় মরলের ব্রিজের উভয় পাশ্বে ইট সলিং, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের জন্য লেপটপ ক্রয়, সীমান্ত রাস্তায় নতুন বাজারের সামনের খাড়ায় কালভার্ট নির্মাণ, দেওয়ারগ্রামের রাস্তা মেরামত, হাইডর স্কুল হইতে দারীখেল নদীর পার পর্যন্ত রাস্তা মেরামত, ভাদেশ্বর মসজিদ হতে সোনারহাট বিজিবি রাস্তা ও মস্তফা হোসেনর বাড়ির রাস্তা পর্যন্ত মেরামত, সোনার হাট ক্লাব ও লংলাঘাল ফুটবল খেলারমাঠ ভরাট ও বিজিবি ক্যাম্প ভেড়িবাধ মেরামত, দ্বারীখেল বাবুলের বাড়ির সামনের কালভার্ট, মহব্বত আলীর বাড়ীর সামনে কালভার্ট মেদী হাওর, জহির আলী বাড়ির সামনে কালভার্ট সাইট মেরামত, আলীরগ্রাম নূতেন ব্রীজের উভয় সাইট ভরাট ও পিরিজপুর খাসের মসজিদের পুকুর ভরাট, অভিযাত্রিক ক্লাব উন্নয়ন বাবদ, পশ্চিম জাফলং ইউনিয়নস্থ আজিজুর মাঠ ভরাট, গোয়াইনঘাট ছয়ফুলের বাড়ি রাস্তা পূর্ণ:নির্মাণ বরাদ্ধ, লাটি ভেড়িবিল জাকিবের বাড়ির সামনা ভাঙ্গা ভরাট এবং লাটি ভেড়িবিল জাকিবের বাড়ির সামনা ভাঙ্গা ভরাট বরাদ্ধ কোনো কাজও পরিপূর্ণ করেননি তিনি।

এ ব্যাপারে জানতে বুধবার বিকেলে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামের মুটো ফোনে কয়েকবার কল দেওয়া তিনি ফোন রিসিভ করেননি।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..