স্ত্রীকে হত্যার পর বাবাকে পালাতে বললেন ছেলে

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮

স্ত্রীকে হত্যার পর বাবাকে পালাতে বললেন ছেলে

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মীম আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী রেজাউল করিম (২৭) আত্মহত্যা করেছেন। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন রেজাউল করিম। পরে পুলিশ তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেলে তার মৃত্যু হয়।

আর রেজাউল করিম জামালপুর সদর থানাধীন শ্রীবাড়ি গ্রামের জামালউদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

নিহত মীম আক্তারের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, তিন বছর আগে দুইজন প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় বসবাস শুরু করেন তারা। ২/৩ দিন আগে শিমরাইল উত্তরপাড়া ওয়াসিম মিয়ার ভাড়া বাড়িতে ভাড়ায় ওঠেন তারা। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

Manual7 Ad Code

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) মো. শরফুদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে মীমকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করেন রেজাউল। স্ত্রীকে হত্যার পর রেজাউল তার বাবাকে ফোন করে হত্যার কথা স্বীকার করেন এবং পালিয়ে যেতে পরামর্শ দেন। এরপর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে রেজাউলের বাবা জামাল উদ্দিন ঘটনাস্থলে এসে ছেলের বউয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, রেজাউল স্থানীয় সুগন্ধা ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোজাম্মেল ওই ক্লিনিক থেকে তাকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে রেজাউল করিমের মৃত্যু হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..