ইসলামপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

ইসলামপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার : শহরতলীর ইসলামপুর পূর্ব ভাটপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিাবার সকালে দেলোয়ার মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। আহতরা হচ্ছেন- শাহপরান থানার পূর্ব ভাটপাড়ার দেলোয়ার মিয়ার স্ত্রী আজিবুন নেছা (৬৫), তার পুত্র মো: লাল মিয়া (৩৩), ভাই সাজু আহমদ (১৯), লাল মিয়ার স্ত্রী সেলিনা বেগম (২৪) ও তার ভাইয়ের স্ত্রী হাজেরা বেগম (২১)। এর মধ্যে আজিবুন নেছার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Manual4 Ad Code

আহত মো: লাল মিয়া জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পূর্ব শক্রতার জের ধরে একই এলাকার রুহেল গংরা হঠাৎ করে দেশীয় অস্ত্র-সস্ত্রে সঞ্জিত হয়ে তার বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকে। তখন তার ভাই এর প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে তাকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করলে সে আত্মরক্ষার জন্য দৌড়ে ঘরে প্রবেশ করে। তখন তিনি তার ভাইকে রক্ষার জন্য গেলে তাকেও তারা লোহার পাইপ দিয়ে শরীরের আঘাত করে। তিনি বলেন, এক পর্যায়ে মা আজিবুন নেছা, স্ত্রী সেলিনা বেগম ও ভাইয়ের স্ত্রী হাজেরা বেগম আমাদের বাচাতে এগিয়ে আসলে তাদেরকেও হামলাকারীরা মারধর করে আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। এমনকি হামলাকারিরা যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে তার মোটর সাইকেল ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে তাদেরকে প্রানে হত্যার হুমকী-ধমকী দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..