সাতক্ষীরায় গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গৃহবধূ নির্যাতন: স্বামী-ভাসুর গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

সাতক্ষীরায় গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গৃহবধূ নির্যাতন: স্বামী-ভাসুর গ্রেপ্তার

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সাতক্ষীরার দহাকুলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (০৬এপ্রিল) সকালে সদর উপজেলার দহাকুলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নির্যাতনের অভিযোগে পুলিশ স্বামী কাবিদ ওরফে কাবিল ও ভাসুর হাবিদ ওরফে হাবিলকে গ্রেপ্তার করেছে। আহত গৃহবধূ আনোয়ারা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, যৌতুকের দাবীসহ নানা কারণে স্বামী কাবিদ তার স্ত্রী আনোয়ারাকে প্রায়ই মারধর করতো। শুক্রবার সকালে ভাত খাওয়া নিয়ে আবারো তার সাথে ঝগড়া হয়। এসময় স্বামী ও ভাসুর তাকে বকাবকি করে। আনোয়ারা এর প্রতিবাদে বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকি দেন। পরে স্বামী কাবিদ ও তার ভাই হাবিদ আনোয়ারাকে বাড়ির উঠোনে একটি আমগাছে বেঁধে লোহার রড, লাঠি ও ঝাঁটা দিয়ে নৃশংসভাবে মারধর শুরু করে। আনোয়ারার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও তারা স্বামী-ভাসুরের হুমকির মুখে তাকে উদ্ধার করার সাহস পায়নি।

Manual5 Ad Code

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে কামরুল ইসলাম আনোয়ারার বাঁধন খুলে তাকে মুক্ত করেন। এরপরই তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে, গৃহবধূ আনোয়ারা খাতুনের দাবী ভাসুরের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় তার ষড়যন্ত্রের শিকার হয়েছি। ঘটনাস্থল থেকে ব্রম্মরাজপুর পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক অচিন্ত্য কুমার বলেন, ‘দুই ভাইকে আটক করা হয়েছে। বিষয়টি স্বামী-স্ত্রীর ব্যাপার, এখন দেখা যাক কি করা যায়।’

Manual2 Ad Code

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর স্বামী ও ভাসুরকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..