মেয়র আরিফের কাছে আরিফের খোলা চিঠি

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

মেয়র আরিফের কাছে আরিফের খোলা চিঠি

Manual8 Ad Code

মাননীয় মেয়র সাহেব, আসসালামু আলাইকুম,

Manual8 Ad Code

আজকে ফেইজবুক সহ,বিভিন্ন অনলাইন নিউজ প্রত্রিকায় পতিতালয় ও শিলং তীর এর বোর্ড উচ্ছেদ এর নিউজ দেখলাম,দেখে খুব খুশি হয়েছি,এবং আপনার জন্য সব সময় অন্তরের অন্তর থেকে,আল্লাহ্‌ এর কাছে দোয়া ও করি এবং করে যাবো,যতদিন এ দেহে প্রান আছে,আমরা আপনার মাঝে,আমাদের সিলেট বাসীর গর্ব,মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী,মরহুম এম সাইফুর রহমান স্যার কে দেখতে পাই,এটাই আমাদের বড় পাওয়া। মাননীয় মেয়র সাহেব, সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ রোড এর,ইমারজেঞ্চি গেইট সংলগ্ন, আল-সবুজ বোডিং এর পিছনের তীর বোর্ড ও লালাদিঘির পার ও ঘাসিটুলা বেতের বাজার,এই বোর্ড গুলোর বিরুদ্ধে একশনে যান,এখান থেকে ছোট বড়, নিচ উপর সবাই টেক্স পায়,তাই কেউ কিছু বলে না,আপনি গেলে বুঝবেন,এখানে শত শত রিক্সা ড্রাইভার ও গরীব দিন মজুর লোভে পরে কেমন করে নিঃস্ব হচ্ছে,আর ওরা আংগুল ফুলে কলাগাছ হচ্ছে, মাননীয় মেয়র সাহেব,আপনার কাছে বিনীত অনুরোধ চিরতরে এই বোর্ড গুলো উচ্ছেদ এর ব্যাবস্থা করেন।

আরিফ হাসান সানী, সাধারন ব্যবসায়ী

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..