বাঘের সাথে তরুণীর লড়াই

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

বাঘের সাথে তরুণীর লড়াই

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পোষা ছাগলের জীবন বাঁচাতে লাঠি হাতে বাঘের সঙ্গে লড়াই করে জিতে ফিরেছেন এক ভারতীয় তরুণী। ২৩ বছরের ওই তরুণীর নাম রূপালি মেশরম। ঘটনাটি গত সপ্তাহের।

পশ্চিম মহারাষ্ট্রের একটি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ঘরের তরুণী ২৩ বছর বয়সের রূপালি বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ঘটনার দিন পোষা ছাগলের চিৎকার শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি। দেখেন, ছাগলটিকে বাঘে ধরেছে। তখনই পোষ্যকে বাঁচাতে তিনি মরিয়া হয়ে বাঘ খেদাতে লাঠি নিয়েই তেড়ে যান। বাঘের গায়ে লাঠি দিয়ে বসিয়ে দেন কয়েকটি ঘা।

শেষমেশ শিকার ছেড়ে বাঘ রূপালিকেই আক্রমণ করে বসে। রূপালি লাঠি নিয়েই তাড়া করেন বাঘকে। পাল্টা এ আক্রমণে ভড়কে গিয়ে পালিয়ে যায় বাঘ। আর রূপালিকে বাড়ির ভেতরে টেনে নিয়ে গিয়ে তাকে রক্ষা করেন তার মা। ঘরে ফিরেই নিজের রক্তাক্ত মুখের সেলফি তুলে রাখেন সাহসী এ তরুণী।

Manual4 Ad Code

লড়াইয়ে রূপালির সঙ্গে সঙ্গে তার মা-ও সামান্য আহত হন। তাদেরকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ছাগলটিকে বাঁচানো যায়নি। কিন্তু লাঠি নিয়ে সাহসের সঙ্গে বাঘের সঙ্গে লড়ে খবরের শিরোনাম হয়েছেন রূপালি মেশরম।

তার ‘দৃষ্টান্তমূলক সাহসের’ প্রশংসা করেছেন হাসপাতালে তার চিকিৎসক। তিনি বলেন, রূপালির সৌভাগ্য যে বাঘ তার দেহে কামড় বসাতে পারেনি।

Manual8 Ad Code

রূপালির মাথায়, কোমরে, হাতে, পায়ে আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয়। পুরোপুরিই সুস্থ হয়ে উঠেছেন তিনি। ঘটনার ১০ দিন পর রূপালির একটি ছবি তুলেছে বিবিসি। এতে দেখা গেছে, তার দেহে আঘাতের কোনো চিহ্ন নেই।

ঘটনার বর্ণনায় রূপালির মা জিজাভাই বিবিসি’কে বলেন, “আমি মনে করেছিলাম, আমার মেয়ে মরতে বসেছে।” রক্তাক্ত শরীরে মেয়েকে বাঘের সঙ্গে লাঠি নিয়ে লড়াই করতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

Manual5 Ad Code

মা ও মেয়ে দুজনেই জানান, আক্রান্ত হওয়ার সময় তারা এক বনরক্ষীকে ডেকেছিলেন। কিন্তু ওই রক্ষী এসে পৌঁছানোর আগেই বাঘ চলে যায়।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..