মিরাবাজারে মা-ছেলে খুনের ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

মিরাবাজারে মা-ছেলে খুনের ঘটনায় মামলা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৮) খুনের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে এ মামলা দায়ের করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।

Manual6 Ad Code

মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা না হলেও, গত কয়েকদিন আগে রোকেয়ার বাসায় হামলা, মোবাইল ছিনিয়ে নেওয়া এবং তাকে মারধরের ঘটনা উল্লেখ করা হয়েছে। এ হামলা ও মারধরের ঘটনা উল্লেখ করে এর সাথে জড়িত পাপলু,সুমন, শিপন, মারুফ ও রিপনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে একথাও উল্লেখ আছে এ ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।

Manual3 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. আব্দুল ওয়াহাব।

Manual1 Ad Code

উল্লেখ্য, রোকেয়া বেগম তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৮) এবং মেয়ে রাইসা (৫) কে নিয়ে মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসাতে গত একবছর ধরে ভাড়া থাকতেন। তাদের সাথে বাসায় একটি কাজের মেয়েও থাকত। গত শুক্রবার পরিবারের সদস্যদের সাথে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল। রবিবার সকালে তাদের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করে। এসময় ঘরের মধ্যে ক্রন্দনরত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তবে, কাজের মেয়েকে বাসায় পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..