ডিগ্রিধারী বা নিবন্ধিত চিকিৎসক ছাড়া সিজারিয়ান করলে শাস্তি

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

ডিগ্রিধারী বা নিবন্ধিত চিকিৎসক ছাড়া সিজারিয়ান করলে শাস্তি

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিগ্রিধারী অথবা নিবন্ধিত চিকিৎসক ছাড়া সিজারিয়ান করলে শাস্তি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

Manual8 Ad Code

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, মো. আব্দুল ওদুদ এবং সেলিনা বেগম সভায় অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

সভায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) গোপালগঞ্জ প্রজেক্টের ‘ইনজেক্টবল মেনুফ্যাকচারিং মেসিনারি’ আগামী এক সপ্তাহের মধ্যে কারিগরী মূল্যায়ন সম্পন্ন এবং মে মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রকল্পটি উদ্বোধন করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।

Manual5 Ad Code

কমিটি অটিজম ও স্নায়ু রোগীদের চিকিৎসার্থে গ্র্যাজুয়েট অকুপেশনাল থেরাপিস্ট পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সাথে সভা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

Manual2 Ad Code

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..