গোপালগঞ্জে বাস খাদে পড়ে আটজন নিহত

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

গোপালগঞ্জে বাস খাদে পড়ে আটজন নিহত

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ২৬ জন আহত হয়েছেন।

Manual1 Ad Code

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় শনিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বিশ্বম্ভরদী এলাকা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরে ২৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Manual1 Ad Code

আহতদের মধ্যে দীপন বিশ্বাস নামে ২৮ বছর বয়সী এক যুবকসহ দুইজন হাসপাতালে মারা যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। নিহত দীপন বরিশাল আগৈলঝাড়ার মাখন বিশ্বাসের ছেলে।

Manual6 Ad Code

 

এসআই মহিদুল জানান, নিহত বাকি ছয়জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের মধ্যে ওই বাসের সুপারভাইজার অসীম মাঝি (৩৫) ও হাসান মিয়া (২৫) নামে এক যাত্রীর পরিচয় জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..