সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে যাত্রীবাহি বাস ও কোম্পানীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দিবা রাণী দাশ (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পুরানগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দিবা নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের অরুণ দাশের স্ত্রী। স্থানীয়রা জানান, দিবা সকালে তার পিতার বাড়ি কবির পুর থেকে বাসযোগে স্বামীর বাড়ি বাউসা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি পুরানগাঁও এলাকায় পৌঁছলে একটি কোম্পানীর পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দিবাসহ বেশ কয়েকজন আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। দিবাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd