বানিয়াচঙ্গে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

বানিয়াচঙ্গে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বানিয়াচঙ্গে বোরো মৌসুমের ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

এ উপলক্ষে সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর মাঠে এক কৃষক সমাবেশ এর আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা প্রশিক্ষন কর্মকর্তা বশির আহমেদ সরকার, নাগুড়া ফার্ম এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল বারী, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মজুমদার মোঃ ইলিয়াছ, হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কৃষি অফিসারগণ। সমাবেশ শেষে ভাটি পাড়া গ্রামে ব্রি ধান-২৮ জাতের ধান কেটে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন মহাপরিচালক।

Manual3 Ad Code

উল্লেখ্য, এ বছর বানিয়াচং উপজেলায় ৩৬ হাজার হেক্টর বোরো ধান চাষ করা হয়েছে। তন্মধ্যে ১৮ হাজার হাইব্রীড এবং ১৮ হাজার উফসী জাতের ধান রয়েছে।

Manual2 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..