সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমনিয়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী ও ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সাহিবের পৈতৃক বাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, রাজনৈতিক বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত হয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার রাতে একদল সশস্ত্র দুর্বৃত্তরা লাঠি, রড, দা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আব্দুস সাহিবের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। সাহিব বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তাকে না পেয়ে দুর্বৃত্তরা তার ছোট ভাই মো. সাকিব আহমদ এসময় বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা গুরুতরভাবে আহত সাকিবকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে তার পিতা মো : আব্দুস সামাদ বলেন আমার ছেলে আব্দুস সাহিব বাংলাদেশ ছাএলীগ ঢাকা দক্ষিণ কলেজ শাখার সহসভাপতি হওয়ার কারনেই আমাদেরকে এখন এ হামলার শিকার হতে হয়েছে।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd