সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক :: বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদক প্রদানসহ চার সাংবাদিককে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্বর্ণপদক পেতে যাচ্ছেন সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমন। বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক দেশবাংলায় প্রকাশিত ত্রিশটি অনুসন্ধানী প্রতিবেদন বিবেচনায় নিয়ে তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়।
বনেক এর বিশেষ পুরস্কার পাচ্ছেন মফস্বল সাংবাদিকদের বিপদের বন্ধু হিসেবে পরিচিত সাংবাদিক সোহাগ আরেফিন। এছাড়া নির্যাতিত সাংবাদিক দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক মোঃ ফরিদুল মোস্তফা খান ও দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিককে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
শিগগিরই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পদক বিতরণসহ বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বনেক কেন্দ্রীয় পরিষদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd