সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগ ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী দ্বৈপায়ন কৃষ্ণ অনন্য, তায়েস সুক ইমাম আল রাজী ও তরিকুল ইসলাম।
এদিন বিকেলে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা পরিসংখ্যান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা টাইব্রেকারে গড়ালে মারামারি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টাইব্রেকারে প্রথম তিন শটে তিনটি গোল করে পরিসংখ্যান বিভাগ দল। এর পর তারা মাঠে ঢুকে বিজয় উদযাপন করতে থাকে। এ সময় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি শুরু হয়।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই মারামারিতে জড়ান তারা। শিক্ষকরা তাদের থামান। আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd