সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরের জিন্দাবাজারস্থ বহুতল শপিং মল কাকলী শপিং সেন্টারের প্রকৃত মালিকদের স্বাক্ষর জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে ভূমি আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দায়েরকৃত মামলার আসামি ফজলুল হক মোর্শেদকে (৪৬) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
মোর্শেদ সিলেট মহানগরের জিন্দাবাজার জল্লারপার এলাকার মৃত আজিমুল হকের ছেলে। তিনি বর্তমানে মহানগরের দাড়িয়াপাড়ায় থাকেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মোর্শেদ জামিনের আবেদন করলেন আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, জিন্দাবাজারস্থ কাকলী শপিং সেন্টারের প্রকৃত মালিক মুজিবুল হক জাবেদ, শহীদুল হক রাশেদ ও এমদাদুল হক উবেদ। কিন্তু তাদের স্বাক্ষর জাল করে ভূয়া আমমোক্তারনামা প্রস্তুত করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা করায় ফজলুল হক মোর্শেদের বিরুদ্ধে মামলা (সিআর-১০৭/২২) দায়ের করেন তারা।
মামলার বাদি এমদাদুল হক উবেদ জানান, মোর্শেদের ভুয়া কাগজপত্র তৈরি ও স্বাক্ষর জালের বিষয়টি আমরা জানামাত্র আইনের আশ্রয় নেই এবং আদালতে মামলা দায়ের করি। পরে মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানাপুলিশ। আজ (রোববার) আসামি মহামান্য আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই যতন চন্দ্র পাল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd