সিলেট ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ডেস্ক রিপোর্ট: শীত বিদায় নেওয়ার পর দেশের কোনো কোনো স্থানে ঝড় হচ্ছে, সঙ্গে বৃষ্টি। সিলেটে এক দফা বৃষ্টি হয়েছে।
আজ শনিবারও সিলেটে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন শাহীনুল।
এদিকে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিকলীতে ৯, ঢাকায় ২ ও শ্রীমঙ্গলে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd