সিলেটবাসী শহীদদের স্মরণ করেছে শ্রদ্ধার অর্ঘে

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

সিলেটবাসী শহীদদের স্মরণ করেছে শ্রদ্ধার অর্ঘে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মহান ভাষা শহীদদের। গত সোমবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) শুরু হয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

Manual4 Ad Code

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ও জেলা সংসদ প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

Manual6 Ad Code

 

এ ছাড়া সকালে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন, বিএনপি সিলেট মহানগর ও জেলা শাখা, যুবদল ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা মহিলা দল, শ্রমিক দল, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।

 

Manual7 Ad Code

এদিকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বাংলা ভাষায় হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..