মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় শহিদ দিবস পালন

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় শহিদ দিবস পালন

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে ওঠে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজারো মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধা জানান জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও বিশিষ্টজনেরা।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগ প্রমুখ।

 

এছাড়া জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, জেলা বিএনপি, মৌলভীবাজার প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, গণস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো, বিআরটিএ, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা কারাগারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোক শ্রদ্ধা জানান।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..