সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ মফিজ উদ্দিন পিপিএমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিপিয়াম সদস্য সাবেক এমপি জেবুন্নেছা হক,সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হেসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট বিভাগে কর্মরত প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বিদায়ী ডিআইজিকে একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
বিদায়ী ডিআইজি বলেন, চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তিনি চাকরিকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য সহকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন সিলেটের মানুষকে আমি খুব মিস করবো আমার চাকরির জীবনেরর একটি শ্রেষ্ট স্থান হলো পূণ্যভূমি সিলেট।
উল্লেখ্য, ২০২০ সালের বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিআইজি হিসেবে মফিজ উদ্দিন সিলেটে বদলি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd