সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর খুলিয়াটুলায় অভিনয় শিল্পী ও সংস্কৃতিকর্মী সোনিয়া হত্যা ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও একজন ছাড়া বাকি কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জড়িতের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে আছেন। হত্যায় জড়িতদের বিচার চেয়ে নগরীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়ির দেওয়াল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সাঁটানো হয়েছে শত শত পোস্টার। পুলিশ বলছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের দাবি এই পোস্টারিং করায় আসামীদের সনাক্ত করতে ও গ্রেফতার করতে পুলিশ কে সহায়তা করবে। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করতে আসামীদের সন্ধান বা ধরিয়ে দিলে এলাবাসীর পক্ষ থেকে উক্ত এলাকার মহিলা কাউন্সিল শাহানা বেগম শানু আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছেন।
এরআগে গত ১২ ফেব্রুয়ারি নগরীর শেখঘাট এলাকার খুলিয়াটুলায় নীলিমা-১৪ নং বাসা থেকে সোনিয়ায় গেলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ভাই পারভেজ আহমদ বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪ জনকে অভিযুক্ত করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন-সজিব আহমদ, আব্দুর রহমান, আব্দুল আজিজ, সালাউদ্দিন আহমদ, সালমান আহমদ, রাজু আহমদ, ফরহাদ আহমদ, মোঃ আফসার হোসেন সারওয়ার ও আব্দুল মালেক। মামলার আগ থেকেই তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে। এরমধ্যে সজিব আহমদ গ্রেফতার হয়েছে।

শনিবার সরেজমিন দেখা যায় নগরীর খুলিয়াটুলা ছাড়াও পার্শ্ববর্তী কুয়ারপার, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড়, জল্লারপার, তালতলা, কাজিরবাজার, বন্দরবাজার, জেলরোড, শিবগঞ্জ, টিলাগড়, আম্বরখানা, মদিনামার্কেটসহ বিভিন্ন এলাকায় আসামীদের ছবি সংবলিত শত শত রপাস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে তাদের ফাঁসি দাবি করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু বলেন ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও একজন ছাড়া বাকি আসামীরা গ্রেফতার হয়নি। এতে এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কিত। তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এতে যেকোনো সময় এলাকায় আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে। জনগণ ক্ষেপে গেলে আমাদের কিছুই করার থাকবে না। আমি তাই লোকজনকে শান্ত রাখতে নিহতের স্বজন ও এলাবাসীর পক্ষ থেকে আসামীদের ধরিয়ে দিলে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছি। তাছাড়া আসামীদের চিহ্নিত করা সহজ করতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এবং আশপাশের অলিগলিতে পোস্টার সাঁটানো হয়েছে। যেকোনো মূল্যে আসামীদের ধরতেই হবে।
এ ব্যাপারে এসএমপির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলি মাহমুদ বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। আশাকরি দ্রুততম সময়ের মধ্যেই তার ধরা পড়বে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd