অধ্যাপক জাকিরও লড়তে চান সিসিক মেয়র পদে

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

অধ্যাপক জাকিরও লড়তে চান সিসিক মেয়র পদে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রতিষ্ঠার পর এ পর্যন্ত চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের মাঝামাঝি পঞ্চমবারের মতো সিটি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের সিসিক নির্বাচন যতই এগিয়ে আসছে ততই স্থানীয় আওয়ামী লীগে বাড়ছে উত্তাপ।

Manual4 Ad Code

 

ইতোমধ্যে ক্ষমতাসীন দলের হাইকমান্ডের ‘গ্রিন সিগন্যালে’ যুক্তরাজ্য থেকে ছুটে এসে সিলেট চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি দিয়েছেন মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা। তার পক্ষে সিলেটে একটি অনুষ্ঠানের বক্তব্যও রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন।

 

এদিকে, আনোয়ারুজ্জামানের প্রার্থী হওয়া নিয়ে প্রকাশ্যে এসেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ। বহমান এ উত্তাপের মাঝেই কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সিসিক মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই রেশ শেষ হতে না হতে এবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন দিলেন সিসিক মেয়র পদে লড়াইয়ের ঘোষণা।

 

জানা যায়, গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বর্ধিত এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরগাঁও জামে মসজিদে জাকির হোসেন জুমার নামাজ আদায় শেষে স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন- ‘ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। একটি স্মার্ট মহানগর গড়তে চাই। স্মার্ট মহানগরের সব সুযোগ-সুবিধা নগরবাসীর জন্য সুনিশ্চিত করতে চাই।’

Manual5 Ad Code

 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ,
কার্যনির্বাহী সদস্য আবদুল আজিম ও খলিল আহমদ, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুকিত প্রমুখ।

 

এ বিষয়ে অধ্যাপক জাকির হোসেন শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বলেন, ‘গত সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাইনি। তবে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে কাজ করেছি এবং নগরবাসীর সুখ-দুঃখে সব সময়ই ছিলাম- আছি। বন্যা ও করোনার সময়ও নগরে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালিয়েছি। এবারও নির্বাচনে অংশ নিতে আগ্রহী।’

 

Manual5 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী যদি মনোনয়ন না দেন তবে যাকে দিবেন তার পক্ষেও আগামী নির্বাচনে কাজ করবো।’

 

Manual6 Ad Code

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রকাশ্যে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..