সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সিরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৯২, তুরস্কে ১২ হাজার ৩৯১ জন মারা গেছে। সব মিলিয়ে দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী এটি জানা যায়।
সাহায্য সংস্থা ও জরুরি উদ্ধার কাজে নিয়োজিতরা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। হিমশীতল আবহাওয়া উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।
গত সোমবার ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর দুপুরে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন।
কয়েক হাজার উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজে অংশ নিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে যাচ্ছে।
ধ্বংসস্তূপের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd