হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শনে এমপি রতন

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শনে এমপি রতন

Manual2 Ad Code

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের ঝুঁকিপূর্ণ ক্লোজারসহ বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

 

মঙ্গলবার দিনব্যাপি মাটিয়ান হাওরের ঝুঁকিপূর্ণ পাঁচনাইল্লা বাঁধসহ উপ প্রকল্প ৬০, ৬১ও ৬২ নং পিআইসির বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন তিনি।

 

এসময় রতন বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের সোনালি ফসল রক্ষায় শত শত কোটি টাকা বাঁধ মেরামতের জন্য বরাদ্দ দিয়েছেন। কাজেই ফসল নিয়ে কোন তালবাহানা চলবে না। যারা পিআইসি হয়েছেন তাদের নিয়ম মেনে বাঁধ নির্মাণ ও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। বাঁধ মনিটরিংয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিক মনিটরিং করার নির্দেশও তিনি এসময় দেন।

 

Manual8 Ad Code

তিনি বলেন, বাঁধ রক্ষায় কোন গাফিলতি হলে পিআইসি সহ সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবে না।

 

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- পাউবোর সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন প্রমূখ।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

পরে বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তাব্য দেন সাংসদ রতন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..