সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সিলেটের শাহপরান এলাকার দাসপাড়া খিদিরপুর আয়েশা মসজিদের পাশের এক বাসা থেকে ফয়সল আহমেদ নামের ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে লাশ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। মৃত ব্যক্তি শাহপরান থানার দাওগ্রাম খিদিপুরের মৃত রুস্তম আলী খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
শাহপরান থানা সূত্রে জানা যায়, লাশের পাশে থাকা একটি প্রত্যায়নপত্র থেকে ধারণা করা হচ্ছে নিহতের নাম ফয়সল আহমেদ। তিনি শাহপরান থানার দাওগ্রাম খিদিপুরের মৃত রুস্তম আলী খানের ছেলে।
স্থানীয়রা জানায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি তিন-চারদিন আগে মার যান। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd