সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ব্যস্ততম কোট পয়েন্ট এর দুই পাশের ফুটপাত দখল করে স্থায়ীভাবে দোকান করেছেন হকাররা। অনেক এলাকায় মূল সড়কও দখল করে ফেলেছেন। এ কারণে পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। নিয়মিত লেগে থাকে যানজট। সিটি কর্পোরেশনের প্রধান গেইট দখল করে নিয়েছে হাকার্সরা। এই এলাকা থেকে নিয়মিত দোকান প্রতি ২শ টাকা করে চাঁদা আদায় করছে লাইনম্যন গেদু-একরাম।
জানা যায়, নগরের এই জনগুরুত্ব সড়ক সিটি কর্পোরেশনের প্রধান গেইটের সামনে ফুটপাতে হকার বিভিন্ন পণ্যের দোকান খুলে ব্যবসা করছেন। এসব হকার্সদের নিকট থেকে পুলিশ ও সিসিকের সুপারভাইজারদের নামে চাঁদা আদায় করছেন লাইনম্যন গেদু-একরাম।
প্রতিদিন বিকাল থেকে রাত ১১-১২টা পর্যন্ত এসব দোকানে বেচাকেনা চলে। বিপণিবিতানের তুলনায় এখানে তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর লোকজন ভিড় করছেন। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এ অবস্থায় এসব ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে চলতে পারেন না পথচারীরা। কোর্ট পয়েন্টে একজন পথচারী বলেন ‘হকারদের কারণে ফুটপাতে হাঁটা যায় না। লোকজন বাধ্য হয়ে মূল রাস্তায় হাঁটেন। এ কারণে যানজটেরও সৃষ্টি হচ্ছে।
এই ক্ষুদ্র ব্যবসায়ীরা লাইনম্যন গেদু-একরামের যন্ত্রণায় অতিষ্ট হয়েছেন। কিন্তু একদম নিরুপায় হয়ে ক্ষুধার যন্ত্রণায় চাঁদা দিতে বাধ্য হচ্ছেন তারা।
লাইনম্যন গেদু-একরামের চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও চাঁদা আদায় বন্ধে সিসিক মেয়র ও এসমপি কমিশনারের নিকট আশু হ্স্থক্ষেপ কামনা করছেন নির্যাতিত ব্যবসায়ী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd