সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হামলায় ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা নাসিম আহমদ আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার তালতলা রোডের ওয়ালটন শোরুমের সামনে এ হামলার ঘটনা ঘটে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা নাসিম আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও আহত হয়েছেন পথচারী লোক মামুন হুসাইন, ছাত্রলীগ নেতা রাসেল, সালমান, সাগর আহমেদ ও শুভসহ অন্তত ১০ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের তালতলা রোড এলাকায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সাজ্জাদ। এসময় ছাত্রলীগ নেতা নাসিম আহমদ তাকে এভাবে চালাতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এ ঘটনার জেরে রাতে জামায়াত নেতা আব্দুল হাই, বিএনপি নেতা সেলিম, ছাত্রদলের নেতা আলভি, ফখরুল, শামীম, পলাশ, মিন্টু, শিপন, আলামিন, টনি ও সাজ্জাতের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে নাসিম আহমদ এর উপর হামলা চালায়। এসময় নাসিম আহমদ সহ উপস্থিত পথচারী লোকজন তাদের বাধা দিতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতেই ছাত্রলীগ নেতা নাসিম আহমদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতাবাদী হয়ে মামলা করেন। মামলার পরই অভিযান চালিয়ে আব্দুল হাই, পলাশ ও আলভী নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd