সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
শুক্রবার রাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই মাছ।
শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়। দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।
প্রথমে এ বাঘাইড় মাছটি জেলে বাজারে তোলেন সুনীল নামের ওই জেলে। পরে সে বাঘাইড় মাছটি গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার নামে মাছটি ক্রয় করে। তিনি ৭৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরে পড়ে। এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো জালে ধরে পড়েনি। এ প্রথম জালে আটকে পড়ে বাঘাইড় মাছটি।
এ বিষয়ে বাঘাইড় মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখি। বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হল। বিক্রেতা লাখ টাকা চান। পরে মাছটি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নিই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd