হিরো আলম যা বললেন ওবায়দুল কাদেরকে নিয়ে!

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

হিরো আলম যা বললেন ওবায়দুল কাদেরকে নিয়ে!

Manual3 Ad Code

ডেস্ক রিপোট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্য ভুল বলে পাল্টা বক্তব্য দিয়েছেন বগুড়া-৪ আসনে উপ-নির্বাচনে হেরে যাওয়া আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

 

শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় নিজ ফেসবুক পেজ থেকে লাইভে এসে হিরো আলম এ বক্তব্য দিয়েছেন।

 

হিরো আলম বলেন, একটা বিষয়ে ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনদিন জিরো বানাতে পারবে না। হিরো হিরোই থাকে। আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি (ওবায়দুল কাদের) ভুল বলেছেন। হিরো আলমকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়েছে।

 

এর আগে, শনিবার বিকালে রাজধানীর কামরাঙ্গীর চরের সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বললেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এতো দরদ উঠল তার?

 

তিনি বলেছেন, তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে।

 

একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এই সংবাদটি নিজ ফেসবুক পেজে শেয়ারও করেছেন হিরো আলম। রাত ৮টায় সেই পেজে পরপর দুইটি স্ট্যাটাস দেন তিনি।

 

স্ট্যাটাসে হিরো আলম লিখেন, ওবায়দুল কাদের সাহেবের আমাকে নিয়ে ঘৃণ্য মন্তব্যের বক্তব্য নিয়ে কথা বলব। আজ রাত ৯টায় লাইভে আসব।

 

Manual1 Ad Code

কথা মতো রাত ৯টা ২ মিনিটে লাইভে আসেন তিনি। লাইভে আলম বলেন, ‘আজকে দেখলাম আওয়ামী লীগের আমাদের নেতা ওবায়দুল কাদের স্যার আজকে হিরো আলম নিয়ে কিছু মন্তব্য করছেন। হিরো আলমকে নাকি বিএনপি দাঁড়িয়ে দিয়েছে (ভোটে দাঁড় করিয়েছে)। আপনারা শুনেছেন বক্তব্যের ভিতরে। আমার কথা আমাকে কেন বিএনপির দাঁড়িয়ে দেবে? তাহলে আমি বিএনপির সাইনবোর্ড নিয়ে ভোট করতাম। বিএনপির কোনো লোক ভোটের দিন আমার পাশে ছিল? ছিল না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি। আমাকে কিন্তু বিএনপির ভোটে দাঁড় করিয়ে দেয়নি। আপনারা সবাই জানেন।’

 

Manual7 Ad Code

তিনি বলেন, ‘আজকে বিএনপির ফখরুল ইসলাম স্যার উনি বলেছেন, ‘এই সরকার এখন অসহায় হয়ে গেছে। আমার কথা এই সরকার এখন হয়েছে কিনা আমি জানি না। আমি হিরো আলম যে অসহায় হয়েছি এই প্রশ্নের জবাব কে দেবে? আমার যে ভোট ভোটের ফলাফল কেড়ে নেওয়া হলো এই প্রশ্নের জবাব কে দেবে? আমি কার কাছে বিচার দেব?’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে হিরো আলম বলেন, ‘আমি যাদের কাছে বিচার দিতেছি তারাতো বিচারে কোনো ফলাফল দিতেছে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমি বলব, সবার তো বিচার আপনি করেন, আমি আপনার কাছে বিচার দিলাম। আমার ভোট সুষ্ঠু মতো হলো, কিন্তু আমার ভোটের ফলাফল সুষ্ঠু দেওয়া হলো না কেন? তার আমি বিচার চাই।’

 

আলম বলেন, ‘হিরো আলম এখন বিএনপির কাঁধে ভর দিয়ে চলতেছে ওবায়দুল কাদের স্যার এটাও বলেছেন। হিরো আলম কারো ওপর ভর করে চলে না। আজকে এতদূর এসেছি কেউ সহযোগিতা করেনি। আমি নিজে পরিশ্রম, সংগ্রাম করে আমি আজকে হিরো আলম হয়েছি। আমি কার ওপরে ভর করি না।’ ‘হিরো আলমকে প্ল্যান করে হারানো হয়েছে’ বলেও দাবি করেন তিনি।

 

Manual8 Ad Code

হিরো আলম বলেন, ‘আরেকটা বিষয় ওবায়দুল কাদের স্যার বলেছেন, পার্লামেন্টকে ছোট করা হবে হিরো আলম যদি সংসদে যায়। আমার কথা আমি যদি পার্লামেন্টে গেলে ছোটই হয় তাহলে ভোটে যখন আমরা নমিনেশন পেপার কিনি, তখন আপনাদের কিন্তু এটা বলা উচিত ছিল- হিরো আলমের কাছে যেন মনোনয়নপত্র বিক্রি করা না হয়।’

 

Manual8 Ad Code

আলম বলেন, ‘আপনার বলেছেন গণতান্ত্রিক দেশ সবাই নির্বাচন করতে পারবে। সবাই যদি নির্বাচন করতে পারে তাহলে আমি ভোটে দাঁড়ালে আপনাদের সংসদ ছোট হবে কেন? সংসদ তো ছোট হওয়ার কথা না। তাহলে আপনাদের আইন করা উচিত যার যোগ্যতা নাই সে পার্লামেন্টে যেতে পারবে না। যার লেখাপড়া নাই সেও যেতে পারবে না।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..