সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩
মোঃ আফজালুর রহমান চৌধুরী: সিলেট বিভাগের সদর উপজেলার ঐতিহ্যবাহী অন্যতম ইউনিয়ন ৩নং খাদিম নগর ইউনিয়ন। আন্তর্জাতিক বিমানবন্দর, ক্যাডেট কলেজ ও বনবিদ্যালয় সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থানকে আগলে রাখা ইউনিয়ন বিভাগ নয় শুধু দেশেও দ্বিতীয় নেই।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘর গোছানো শুরু, সর্বোচ্চ প্রচেষ্টার কমতি নেই প্রার্থীদের স্ব প্রোফাইল তৈরিতে। সম্প্রতি নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের ১৯ফেব্রুয়ারী শেষ নমিনেশন দাখিল ও ১৬ই মার্চ ভোট গ্রহণের দিন ঘোষণা করা।
ইউনিয়ন এর বর্তমান পরিষদের বিরাট একটা অংশ নিজ নিজ কর্মদক্ষতা ও জনপ্রেমে একাধিক বার আগলে রেখেছেন স্ব স্ব স্থান। আলোচনা ও সমালোচনাকে ডিঙিয়ে একাধারে হেট্রিক করেছেন জনগণের ভালোবাসায় সিক্ত ৪এবং ৬নং ওয়ার্ড এর বর্তমান দুই সদস্য। আরো একাধারে হেট্রিকের করতে বসেছেন বর্তমান চেয়ারম্যান ও একাদিক জনপ্রতিনিধি।
প্রতিটি নির্বাচনের আগে পরিবর্তনের বাতাস উড়লেও সর্বশেষ পরিস্থিতি প্রকাশ পায় প্রার্থীর গুনে। তবে আসন্ন নির্বাচনে বর্তমান পরিষদের প্রার্থীর জন্য মহামারী এবং বন্যা একটা টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করছেন সাধারণ জনতা। চলতি পরিষদের আমলেই হানা দেয় এ যাবৎ কালের বড়ো দুটি দূর্যোগ। মহামারি কভিট -১৯ এর থাবা ও ২১ এর বন্যা মোকাবিলার ভূমিকাকে প্রাধান্য দিতে ভুল করবেনা জনসাধারণ।
প্রতিবারের ন্যায় এবারো মানব সেবার ব্রত নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য সকল প্রার্থী ইতি মধ্যে জানান দিতে শুরু করেছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজ কর্মী ও সর্বসাধারণের মনি কোঠায় স্থান নিতে প্রচেষ্টা রেখেছেন অব্যাহত। বর্তমান পরিষদের পাশাপাশি নবীন ও প্রবীনদের আলোচনা সরব রয়েছে ইউনিয়নের আনাচে-কানাচে। দলীয় প্রার্থীতা পাওয়ার জন্যও সর্বোচ্চ চেষ্টা করছেন কাঙ্ক্ষিত প্রার্থীরা। সর্বশেষ দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করবেননা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এক পরিসংখ্যানের আলোকে দেখা গেছে সরকার দলীয় প্রার্থী নির্বাচনে যোগ্যতা কে প্রাধান্য দিয়ে মনোনয়ন করলে নির্বাচনি মাঠে টানটান উত্তেজনার পাশাপাশি উৎসব মুখর পরিবেশ উপহার পাবে ইউনিয়নবাসী। প্রতিহিংসা নয় প্রতিযোগিতায় উঠে আসা কাঙ্ক্ষিত প্রার্থী বরণ করতে প্রস্তুত সর্বস্তরের ভোটাররা।
ইউনিয়নের ওয়ার্ড সদস্য প্রার্থীরাও বসে নেই ঘরে। প্রোফাইল খুলে ছুটে চলছেন অবিরাম। সম্প্রতি সিসিকের বর্ধিত সীমানার কারণে কিছুটা এলোমেলো হলেও ঘর গোছাতে ব্যস্ত প্রত্যাশিত প্রার্থীরা। জয় পরাজয় বরণ করতে উৎসবের আগাম আবাস বইছে ইউনিয়ন জুড়ে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd