কমলগঞ্জ পৌরসভা সিসি ক্যামেরার আওতায়

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

কমলগঞ্জ পৌরসভা সিসি ক্যামেরার আওতায়

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রথম ধাপে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে প্রায় ৩০টি ক্যামেরা। এতে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদ জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের।

 

শুক্রবার সকালে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যায় পৌরসভার উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো আছে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই কমলগঞ্জ পৌরসভাকে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি জানাচ্ছিলেন পৌরবাসী। সেই দাবির প্রেক্ষিতে অবশেষে পৌর মেয়র মো. জুয়েল আহমেদ প্রায় ২ লাখ টাকা ৮৫ হাজার টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ স্থানে পৌরসভায় সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন মেয়র।

 

পৌরবাজারের ব্যবসায়ীরা বলেন, ‘পৌর শহরের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা অনেক উপকারে আসবে। তাছাড়া পৌর মেয়র ও পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করলে বাজার এলাকায় যানজট কমে আসবে।’ সচেতন মহল বলছেন মেয়রের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়।

 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। সেই সাথে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।’

 

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে পৌরবাসীর দাবি ছিল সিসি ক্যামেরা বসানোর। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাদের দাবি পূরণ করার। সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। পৌর এলাকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এ উদ্যোগ গ্রহণ করা।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..