কমলগঞ্জে নানান সংকটে ধুকছে কমিউনিটি ক্লিনিকগুলো!

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

কমলগঞ্জে নানান সংকটে ধুকছে কমিউনিটি ক্লিনিকগুলো!

Manual5 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে কমিউনিটি ক্লিনিক গুলোতে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা। জনবল সংকটের কারণে নিয়মিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া মাঝে মধ্যে ঔষধ সংকটের অভিযোগ পাওয়া গেছে।

 

Manual5 Ad Code

উপজেলা কমিউনিটি ক্লিনিক সুত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মোট ২৮ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

 

সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) ২৮ জনের জায়গায় ২৪ জন আছেন। এবং ৪৫ জন (এইচএ) স্বাস্থ্য সহকারীর জায়গায় ৩৩ জন রয়েছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত গ্রামের মানুষেরা প্রতিদিন সেবা নিতে আসেন। এছাড়া উপজেলায় ১০ টি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে।

 

জানা যায়, কমলগঞ্জ উপজেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক ১৯৯৬ সালে কাজ শুরু হয়। এবং ১৯৯৮/৯৯ সালে সেবার কার্যক্রম চালু হয়। এসব কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে উপজেলার গ্রাম-গঞ্জের সাধারণ মানুষেরা পরিবার পরিকল্পনা, টিকা দান, জন্মনিয়ন্ত্রণ, মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ডায়রিয়া ও স্বর্দী জ্বরের সেবা প্রদান করা হয়। নতুন করে কয়েকটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ চলছে। এসব ক্লিনিক মধ্যখানে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে পুনরায় আবার চালু করা হয়।

 

সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্রীসূর্য্য, পাত্রখোলা, মদনমোহন পুর ও খুশালপুর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) না থাকায় স্বাস্থ্য সহকারীরা দায়িত্ব পালন করছেন। আবার অনেক ক্লিনিক বন্ধ পাওয়া গেছে, বেশিরভাগ ক্লিনিকের অবকাঠামো থাকলেও বিভিন্ন সুযোগ সুবিধার অভাব রয়েছে। একেকটা ক্লিনিকে প্রতিদিন ২০ থেকে ৩০ জন রোগী সেবা নিতে আসেন। এ ছাড়া সঠিক তদারকির অভাবে দায়িত্বে থাকা কর্মীরা সময়মতো অফিসে পাওয়া যায়না।

 

সেবা নিতে আসা পতনঊষারের শফিক মিয়া বলেন, আমি কমিউনিটি ক্লিনিকে মাঝে মধ্যে সেবা নিতে আসি। অনেক সময় এসে দেখা যায় ক্লিনিক বন্ধ রয়েছে। আবার কখনও ঔষধ মিলেনা। ফলে আমরা সাধারণ চিকিৎসা থেকে বঞ্চিত হই। অনেক সময় প্রেশার ও ওজন মাপার মেশিনেও কাজ করেনা।

Manual7 Ad Code

 

কমিউনিটি ক্লিনিকের জনবল সংকটের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া বলেন, আমাদের কমিউনিটি ক্লিনিকের সেবার মান অনেক ভালো। ৪জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ দেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যে তারা কাজে যোগ দিবেন। স্বাস্থ্য সহকারীর জন্য আবেদন করেছি। আশা করছি কিছু দিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..