সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের চাপায় পৃষ্ট হয়ে হান্নান মিয়া (২৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চরহামুয়া গ্রামের আব্দুর রশিদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) নাজমুল হক কামাল জানান, একটি ট্রাক্টরের চাপায় ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষোব্দ জনতা সড়কে গাছ ফেলে যানচলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
ওসি বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd