সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়া-৪ আসনের উপনির্বাচনে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। নন্দীগ্রাম-কাহালু উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ এবং সদর উপজেলা তথা বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নেন তিনি।
ওই আসনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল) প্রতীকে ১৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম হিরো আলম ১৭ হাজার ৩৮৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
পরাজিত হয়েও হিরো আলম সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন,‘আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যা ভালো মনে করেন তাই হবে। জয় পরাজয় এটা আমার হাতে নেই, তবে ইনশাআল্লাহ আমি আশা রাখি পরবর্তীতে আমি জয় উপহার এনে দিতে পারব আমার ভক্তদের। আমি বিশ্বাস রাখি আমি এইবার যে একা মাঠে লড়েছি এবং সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে এটার প্রমাণ আমি নিজে পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞ যেন পরবর্তীতে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আপনাদের সব সময় মনে রাখতে পারি। পরিশেষে সবার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ভালোবেসে যারা আমার হয়ে দিনরাত পরিশ্রম করে কাজ করেছেন এবং আরো ধন্যবাদ জানাই যারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আরো ধন্যবাদ জানাই আমার সকল ভক্ত-অনুরাগীদের যারা আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাপোর্ট দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদের কে যারা সবসময় আমাকে নিয়ে পজিটিভ নিউজ করেছেন এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যারা এবার স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাপোর্ট দিয়েছিল’।
উল্লেখ্য, বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ করা হয়েছে। বগুড়া সদর ও নন্দীগ্রাম-কাহালু আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd