গ্রেফতারকৃত ডাকাত ইদ্রিস আলী (৩৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার চলিতার বাগ গ্রামের রোয়াব আলীর ছেলে।
সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক হাবিবুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এবং সহকারী উপপরিদর্শক মিজানুর রহমান ও সুমন চন্দ্র গোপসহ একদল পুলিশ দক্ষিণ সুরমার কদমতলীস্থ ধরিয়াশাহ মাজার সংলগ্ন ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র-ডাকাতিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।