সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রায় দেড় যুগেও সংস্কার হয়নি সিলেটের বিশ্বনাথ দশপাইকা রোডের গাছতলা নামক স্থান থেকে পুরানগাঁও পর্যন্ত এক কিলোমিটার সড়ক। এই সড়কের অবস্থা এতই নাজুক হয়েছে যানবাহন তো চলা দুরের কথা পাঁয়ে হেঁটে চলাও দায়। এই সড়ক দিয়ে পুনরাগাঁও, বিশঘর, হাসনাজি, ধনপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের জেলা উপজেলায় আসা-যাওয়া করে থাকেন। রাস্তায় এমন ধরনের গর্ত হয়েছে রিকশা ও সিএনজি যোগে গর্ভবর্তী মহিলা বা অসুস্থ রোগী নিয়ে ভয়ে কেউ চলাচল করেন।
এই ভাঙ্গা চুরা সড়ক সংস্কার দাবি জানিয়ে এই এলাকাবাসি মানববন্ধনসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন-নিবেদন করেও কোন কাজ হচ্ছেনা। ইতিপূর্বে স্থানীয় এমপি মোকাব্বির খানসহ, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানকেও রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু কোন কিছুতেই এক কিলোমিটার রাস্তা মেরামত হচ্ছেনা।
রাস্তাটি ভেঙ্গে কৃষি জমির সাথে মিশে গেছে। বর্তমানে পুরানগাঁও, বিশঘর, আনরপুর কল্যাণপুর এই কয়েকটি গ্রাম পৌরসভার অর্ন্তভুক্ত হলেও এই এলাকায় তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি। এই এলাকায় শুধু রাস্তা মেরাতম বা পাকা হয়নি এমন কথা নয়। উপরোক্ত গ্রামগুলোর লোকজন কয়েক কিলোমিটার কাদা পানি ভেঙ্গে চলতে হয়। নেই পর্যাপ্ত নলকুপ, স্বাস্থ্য সম্মত ল্যাটিন। এ যেন আদি যুগের বসবাসের এলাকা। আধুনিকতার ছোয়া দেখেনি এ অঞ্চলের মানুষ। অনেক বয়স্করা পায়ে হেঁটে এখনও বিশ্বনাথ উপজেরা সদরে যেতে হচ্ছেন। রাস্তা ভাঙ্গার অযুহাতে শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে চায়না। এই অঞ্চলের রাস্তা জেন মানুষের মরণ ফাঁদ।
তবে, এই আসনের এমপি মোকাব্বির খান জানান, ভাঙ্গা চুরা সড়ক সংস্কার, কাচা রাস্তা পাকা করণ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েটি ব্রিজ কাজ করার জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd