ছাত‌কে বিদ্যালয়ের প্রধান শিক্ষ‌কের বিরু‌দ্ধে প্রতারনার অ‌ভি‌যোগ

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

ছাত‌কে বিদ্যালয়ের প্রধান শিক্ষ‌কের বিরু‌দ্ধে প্রতারনার অ‌ভি‌যোগ

Manual4 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধি :: ছাত‌কে জামাত সংগঠনের স‌ত্রিুয় নেতা ও ছৈলা আফজলাবাদ ইউ‌পির বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফি‌রোজ আহমদের বিরু‌দ্ধে হামলা, লুটপাট, প্রতারনাসহ নানা অ‌নিয়ম দুনী‌তির অভিযোগ উঠেছে তার বিরু‌দ্ধে।

গত বুধবার বিকা‌লে সি‌লেট প্রাথ‌মিক শিক্ষা অ‌ধিদপ্তরের উপ প‌রিচালক বরাব‌রে প্রধান শিক্ষক ফি‌রোজ আহম‌দের বিরু‌দ্ধে ছাতক উপ‌জেলার কালারুকা ইউ‌পির রায়স‌ন্তোষপুর গ্রা‌মে মৃত সোনা মিয়ার পুত্র কাপ্তান বাদী হ‌য়ে এই প্রধান শিক্ষকের না‌মে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।

Manual5 Ad Code

তার বিরু‌দ্ধে ৫‌টি অ‌ভি‌যোগের ম‌ধ্যে র‌য়ে‌ছে প্রধান শিক্ষক ফি‌রোজ আহমদ না‌মে পু‌লিশ একা‌ধিক মামলার গোপনে তার নানা অপকর্ম প্রাথ‌মিক ভা‌বে প্রমা‌নিত হওয়ায় পু‌লিশ তার বিরু‌দ্ধে সুনামগঞ্জ আদাল‌তে প্রতারনাসহ নানা ধারায় উ‌ল্লেখ‌্য ক‌রে চাজশীট দা‌খিল ক‌রেন।

Manual2 Ad Code

জালালপুর সরকা‌রি প্রাথ‌মিক এক ছাত্রী‌কে মান‌বিক নিযাতনের ঘটনায় তা‌কে বদ‌লি ক‌র হয়। ৪৭নং আলমপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সরকা‌রি নতুন বই বিত‌রনের না‌মে ছাত্র/ছাত্রী‌দের কাছ অ‌বৈধভা‌বে টাকা হা‌তি‌য়ে নেয়ার ঘটনায় তার বিরু‌দ্ধে বিভাগীয় মামলা হ‌য়ে‌ছিল। এ ছাড়া তার নিজ গ্রা‌মে ১৩বছর আ‌গে কাপ্তান মিয়ার কা‌ছে ধা‌নের জ‌মিন মৌ‌খিক ভা‌বে ৭৫হাজার টাকা বি‌ত্রিু ক‌রে দখল সম‌জি‌য়ে দেয়। সে শিক্ষকতার সাইন‌বো‌ডে আড়ালে জামাত সংগঠনের স‌ত্রিুয় নেতা ব‌লে এ অ‌ভি‌যো‌গে উ‌ল্লেখ‌্য ক‌রেন।

এব‌্যাপা‌রে সি‌লেট প্রাথ‌মিক শিক্ষা অ‌ধিদপ্তরে উপ প‌রিচালক অ‌ফি‌সে নাম প্রকাশ না করার শ‌র্তে অ‌ভি‌যোগ প্রা‌প্তির ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন তদন্তপু্বক ব‌্যবস্থা নেয়া হ‌বে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..