দক্ষিন সুরমায় স্কুলছাত্রী অপহরন : হৃদয়কে প্রধান আসামি করে মামলা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

দক্ষিন সুরমায় স্কুলছাত্রী অপহরন : হৃদয়কে প্রধান আসামি করে মামলা

Manual8 Ad Code

ষ্টাফ রিপোটার :: সিলেট দক্ষিন সুরমার ২৫নং ওয়ার্ডের মুছারগাওঁ থেকে ১৬ বছর বয়সের এক স্কুল ছাত্রী কিশোরীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে।মুছারগাওঁগ্রামের প্রবাসী আব্দুল হান্নানের ছেলে রাসেল আহমদ বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় একটি অপহরন মামলা দায়ের করেছেন। যার (মামলা নং ১৮ (৮)২১ ধারা নারীও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭/৩০)।

Manual7 Ad Code

মামলার এজহার থেকে জানা যায়, গত ১৪ আগষ্ট রাতে অপহরনের ঘটনাটি ঘটে। পরদিন ভিকটিম সামিয়াকে না পাওয়া সক্রান্ত একটি সাধারন ডায়রী করেন তার ভাই রাসেল আহমদ। পরবর্তীতে সন্ধান – অনুসন্ধানের পর জানা যায় দক্ষিন সুরমা বাইপাশ রোডের ট্রান্সপোট ব্যবসায়ী হেলাল মিয়ার ছেলে আফসার আহমদ হৃদয় সহ তার অপরাপর সহযোগীরা স্কুলছাত্রী কিশোরীটিকে জোরপূর্বক অপহরন করে নিয়ে গেছে এবং অজ্ঞাত স্থানে রেখেছে৷

Manual6 Ad Code

অপহরন মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিন সুরমা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই রোকনুজ্জামান চৌধুরী। মামলার তদন্ত করছেন ফাঁড়ীর অপর এস আই সফিকুল আলম খান৷

Manual4 Ad Code

উভয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তারা বিভিন্ন ধরনের কৌশলী তৎপরতা চালিয়ে অপহৃত স্কুলছাত্রী কিশোরীকে উদ্ধার এবং অপহরনকারী আফসার আহমদ হৃদয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছেন৷

Manual7 Ad Code

এ ব্যাপারে মামলার বাদী রাসেল আহমদের মামা ও সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক সাংবাদিক বাবর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে মেয়েটিকে অপহরন করা হয়েছে এবং ঘটনার সাথে শুধু একজনই জড়িত নয় আরো কয়েক নারী-পুরুষ জড়িত রয়েছে বলে ধারনা করা হচ্ছে৷

বাবর হোসেন আরো জানান অপহৃত ভিকটিমকে সংঘবদ অপরাধীরা সিলেটের ফেন্সুগঞ্জ থানা এবং মোগলাবাজার থানার চৌধুরী বাজার এলাকায় নিয়ে রেখেছিলো বলে লোকমুখে খবর পাওয়া গিয়েছিলো৷ তিনি আরো অভিযোগ করেন দক্ষিন সুরমা এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে এবং তাদের সাথে দক্ষিন সুরমা থানার একাধিক কর্মকর্তা সহযোগীতা করে চলেছেন, যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা সহ পুলিশ ফাঁড়ীর ইনচার্জের যতেষ্ট আন্তরীকতা দেখা যাচ্ছে৷

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..