জকিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১

জকিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

Manual1 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা :: সিলেটের জকিগঞ্জে স্বপ্না বিশ্বাস (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মির্জাচক গ্রামের শ্বশুরবাড়ির ঘরের আড়া থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। ওই গৃহবধূ ওই গ্রামের হিমাংশু বিশ্বাস এর স্ত্রী। স্বজনদের দাবি স্বপ্না বিশ্বাসকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।

Manual8 Ad Code

স্বজন সূত্র জানায়, মাত্র পাঁচমাস আগে উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের নিপেন্দ বিশ্বাসের ছেলে হিমাংশু বিশ্বাসের সঙ্গে ৯ নং মানিকপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের রনই বিশ্বাসের মেয়ে স্বপ্না বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রী’র মধ্যে একের পর ঝগড়াঝাটি লেগেই ছিলো। মেয়ের বাবা রনই বিশ্বাস অভিযোগ করে বলেন, আমরা সামাজিক অবস্থানের কথা চিন্তা করে কাউকে কিছু বলিনি। এই হত্যাকাণ্ডের তদন্তপূর্বক শাস্তি কামনা করিছি।

Manual1 Ad Code

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র সরকার বলেন, স্বপ্না বিশ্বাসের স্বামী হিমাংশু আজ সকালে আত্মহত্যার খবর নিয়ে থানায় আসলে তাঁকে আটক করা হয়।

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হিমাংশু বিশ্বাসকে আটক করা হয়েছে। তবে এ ঘটনা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..