অসুস্থ ক্রিকেটার আল আমিনকে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার অনুদান

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

অসুস্থ ক্রিকেটার আল আমিনকে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার অনুদান

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাটি গ্রামের প্রতিভাবান ক্রিকেটার আল-আমিন দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত। অসুস্থ আল-আমিনের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছেন গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা।

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাটি গ্রামের আবুবক্কর সিদ্দিকির বড় ছেলে আলআমীন। আল-আমিন গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনে একজন সুপরিচিত মুখ। সম্প্রতি আল-আমিনের ব্রেইন টিউমারে আক্রান্তের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে গোয়াইনঘাটের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা তার চিকিৎসার জন্য একটি তহবিল গঠন করেন। আলআমীন বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

আল-আমিনের আত্মীয় স্বজনেরা জানান, তার চিকিৎসা ব্যায় প্রায় ৭-৮লাখ টাকা লাগবে। আল-আমিনের অসহায় বাবার পক্ষে এত টাকা ব্যয় করার মতো সম্পদ নেই। তার চিকিৎসার জন্য সংগ্রহ করা হয়েছে প্রায় সোয়া লাখ টাকা।

Manual1 Ad Code

এরই ধারবাহিকতায় বুধবার (১১ আগস্ট) বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অসুস্থ্ আল-আমিনের চিকিৎসার জন্য তার পিতা আবুবক্কর সিদ্দিকীর হাতে নগদ ৩০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

Manual6 Ad Code

অনুদান প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ক্রীড়া সংস্থার সদস্য সুবাস দাস, পশ্চিম জাফলং ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট কন্ট্রাকটর এসোসিয়েসন এর সদস্য সালেহ আহমদ, পশ্চিম জাফলং ক্রীড়া ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মাছুম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সদস্য কাওছার আহমদ, হাবিব আহমদ।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..