মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এসএমপি কমিশনার নিশারুল আরিফের

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এসএমপি কমিশনার নিশারুল আরিফের

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

Manual7 Ad Code

মঙ্গলবার ( ১০ আগস্ট ) এসএমপি কমিশনারের সভাপতিত্বে আগস্ট মাসের ভার্চুয়াল অপরাধ সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি করোনা মহামারি প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে ও জনসাধারণকে সচেতন করার জন্য নির্দেশনাও প্রদান করেন।

এ সময় সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনাবলী যথাযথভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সচেষ্ট থাকা এবং মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এসএমপি কমিশনার।

Manual3 Ad Code

সভায় এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমানসহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপির সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..