ভয়ঙ্কর মাদক এলএসডি সেবন করতেন পরীমনি

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

ভয়ঙ্কর মাদক এলএসডি সেবন করতেন পরীমনি

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বেশ কয়েক বছর ধরে মাদকাসক্ত। ২০১৬ সাল থেকে তিনি মাদক সেবন করে আসছেন।এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন এই নায়িকা।রহস্যময়ী এই নায়িকার বাসায় একটি মিনি বারও রয়েছে।সেখানে এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজ।

Manual2 Ad Code

পরীমনি ও রাজসহ চারজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকালে র‍্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Manual1 Ad Code

এর আগে দুপুরে র‌্যাবের এই কর্মকর্তা জানান, পরীমনির বিরুদ্ধে মাদকের মামলা ও রাজের বিরুদ্ধে মাদক এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হচ্ছে।

বুধবার রাতে র‌্যাব অভিযান শেষে পরীমনিকে আটক করে। আটকের পর তাকে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানেই রেখে জিজ্ঞাসাবাদ করা হয় পরীমনিকে। বুধবার মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকাল ৪টার দিকে পরীমনির বাসায় অভিযানে যায় র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরীমনি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে। আমি ভয় পাচ্ছি।

Manual8 Ad Code

তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র‍্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসার বারান্দা দিয়ে দেখে বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। এরপর র‍্যাব সদস্যরা ভেতরে ঢোকেন ও তল্লাশি শুরু করেন। পরে রাত ৮টার দিকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদসহ পরীমনিকে আটক করে র‌্যাব সদরদফতরে নেওয়া হয়।

Manual5 Ad Code

এরপর পরীমনির পাশেই রাজের বাসায় অভিযান চালায় র‌্যাব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..