সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল পয়েন্টের নাজমুল হোসেন মুন্নার বাড়ীসহ আশপাশ হইতে রাতের আধারে মূল্যবান মালামাল চুরির সাথে জড়িত থাকায় চোরাইকৃত মালামালসহ দুই চোরকে আটক করেছে গোয়ানঘাট থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের রহমতপুর এলাকায় রাতের আধারে বেশ কয়েকটি বসতবাড়ি থেকে চুরি করার সময় দুই চোরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরবর্তীতে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘে’র সভাপতি রুবেল আহমদ ও এলাকার মুরব্বিদের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশের এসআই লিটন চন্দ্র রায় ও এএসআই মারুফ আল মুকিত এর কাছে চোরদের সোপর্দ করা হয়।
বুধবার রাত ১২ টার দিকে উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার নাজমুল হোসেন মুন্নাসহ আশপাশ এলাকার অনেক বাড়িতেই চুরি করে, রহমতপুর এলাকার মৃত: নজরুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪) জৈন্তাপুর উপজেলার আসাম পাড়া গুচ্ছগ্রামের রফিকুল ইসলাম (৩১) সে দীর্ঘদিন যাবত রহমতপুর গ্রামের রিনার বাড়িতে ভাড়া বাসায় থাকে। এসময় তাদের বাসায় তল্লাসি করে, একটি এলইডি টিভি, ১০ টি মোবাইল ফোনসহ বেশ কিছু দেশীয় অস্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, চুরি হওয়া মালসহ দুইজন কে আটক করা হয়েছে এর মধ্যে শফিকুল ইসলাম পূর্বেও চুরির মামলায় গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় ঘর চুরি মামলা দিয়ে দুজনকেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd