ঘটনাস্থলে না থেকেও আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিশ্বনাথের আবারক আলী!

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

ঘটনাস্থলে না থেকেও আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিশ্বনাথের আবারক আলী!

Manual8 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ঘটনাস্থলে না থেকেও আসামি হয়ে পালিয়ে বেড়ানোর অভিযোগ করেছেন আলহাজ্ব আবারক আলী (৬০) নামের এক প্রাক্তণ ইউপি চেয়ারম্যান। রোববার (১ আগস্ট) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার ও ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে লিখিতভাবে তিনি এ অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

অভিযোগে উল্লেখ করেছেন, চলতি বছরের ২৮ মার্চ আমতৈল পিছেরমূখে মারামারির ঘটনাস্থলে না থেকেও তাকে মামলার আসামি হতে হয়েছে। অযতা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বুড়ো বয়সে পালিয়ে বেড়াতে হচ্ছে। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় একটি কুচক্রি মহল বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে হয়ারানি করছে। বাদীর অজান্তে ওই মামলায়ও তাকে শত্রুতা মিটাতে আসামি করা হয়েছে।

Manual7 Ad Code

আবারক আলী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিমগাঁওয়ের মৃত হাজী রাশিদ আলীর ছেলে ও ওই ইউনিয়নের প্রাক্তণ চেয়াম্যান। এছাড়াও তিনি সিঙ্গেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ-বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সভাপতি, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার দাতা সদস্য ও সিঙ্গেরকাছ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির মোতায়াল্লী ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতিও ছিলেন।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, তার অভিযোগটি তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

পুলিশ সূত্রে জানাগেছে, চলতি বছরের ২৮মার্চ হেফাজতের ডাকা হরতাল চলাকালে ট্রাক আটকানো নিয়ে সিলেটের বিশ^নাথ-লামাকাজি সড়কের আমতৈল পিছেরমূখে ‘আমতৈল ও ধলিপাড়া’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই গ্রামের ৩০জনসহ ৫পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনার প্রায় একমাস পর গত ২৯ এপ্রিল ৬২জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ধলিপাাড়ার নাজমুল ইসলাম শিপু, (মামলা নং ২৯)। মামলায় আরও ২৫০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার বাদী নাজমুল ইসলাম শিপু বলেন, আবারক আলী চেয়ারম্যান ওইদিন ঘটনাস্থলে ছিলেন না, তিনি তাকে আসামিও করেননি! এজাহার পাওয়ার পরে তিনি জানতে পারেন তাকেও (আবারক) আসামি করা হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..