সিলেটের আলোচিত আতিয়া মহলে অসামাজিকতা, গ্রেফতার ৪

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২১

সিলেটের আলোচিত আতিয়া মহলে অসামাজিকতা, গ্রেফতার ৪

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ২০১৭ সালে সিলেটে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ ‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী শ্বাসরুদ্ধকর অভিযান। সেই অভিযানে গুলি-বোমার শব্দে কেঁপে উঠেছিল সিলেট। সেই থেকে আতিয়া মহল সর্ব মহলে পরিচিত।

Manual4 Ad Code

এই আলোচিত আতিয়া মহলে গড়ে উঠেছে অসামাজিকতা। আতিয়া মহলের ৩য় তলায় থেকে অসামাজিকতার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ আগস্ট রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই ফ্লাটে মোগলাবাজার থানা পুলিশের এসআই শিপু কুমার দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ২জন পুরুষ ও ২জন নারী গ্রেফতার করেন।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ কোতোয়ালপুর এলাকার পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের ছেলে কামরান আহমদ লোকমান(২২), একই এলাকার মোঃ নূর উদ্দিন মিয়ার ছেলে শাহিন আহমদ আলী হোসেন(২৫)কে দুই পতিতা নারীসহ আটক করা হয়। অতঃপর তাদেরকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন শিববাড়ী পাঠানপাড়া এলাকার আতিয়া মহল বিল্ডিংয়ের ৩য় তলায় সোমবার দিনগত (৩ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ নারী ও ২ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..